October 24, 2024
Village : Barun, Post : Barun Police Station : Kapasia District : Gazipur
Free Blogs বাংলা কবিতার আসর

স্বাধীনতা কহিল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর। তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং ********************************* স্বাধীনতা কহিল, শুনো হে মাতৃকার সকল, আমি হয়েছি মুসলিম হিন্দু বৌদ্ধের ফসল। অধিকারে আমি সর্ব্ -নহে কারো একক দখল, আমি মৈত্রীর ডাক দেই, আমি তাড়াই নকল। আমি সম-অধিকার সকলের উপর, আমি নই জুলম অত্যাচারী স্বৈরাচার। স্বাধীনতা কহিল, অনেক রক্তের পর আসিয়া মুক্ত গগণে উড়েছি

Read More
বাংলা কবিতার আসর

কোকিল এসেছিল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর। তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং ********************************* কোকিল এসেছিল বসন্তের আমন্ত্রণে, দখল করে নিলো কাকের বসতি গোপনে! একে একে ঝরে দিলো পুস্পের মঞ্জুরি কুহু কহু কণ্ঠ সুরে কেড়ে নিলো যত জহুরী। কাক এক শুন্যতায় আপন আসনে বসি কোকিল ছানার সুরে বাজায় বিরহী বাঁশি ! বসন্ত শেষে উড়ে গেল কোকিলের ঝাঁক, মুক্ত

Read More
বাংলা কবিতার আসর

এই প্রযুক্তির যুগে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা। তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** এই প্রযুক্তির যুগে যদি না জাগে জ্ঞান, সাইবার ক্রাইমে তুমি হারাবে অর্জন। যতই বলো প্রযুক্তি সেই অপূর্ব সুখ ! শত্রুরা ওত পেতে আছে হৃদয় উৎসুক। সেদিন তুমি বুক ভাসবে অশ্রুভরা গান আয়ত্ত্ব করেছে শত্রুরা ডিজিটাল প্ল্যাণ। কোথায় তোমার দল প্রযুক্তির পদমূলে ? গুজবে হুজুগে শত্রুরা

Read More
বাংলা কবিতার আসর

আজো রক্ত লাল

কলমেঃ আমিনুল এহছান মোল্লা। তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** হৃদয়ের গভীরে কাঁদিছে রক্ত অন্ধ হয়ে, কাঁদিছে আপন মনে রাঙা রঙ হয়ে! এতো রক্ত লাল! করিছে সে হায় হায়! এতো করুণ কাতর স্বনে এই বাংলায়। এই রক্ত গর্জেছিল মুক্তি যুদ্ধের সমরে, ভয় ছিল না কোন তার ভাবনায়- অন্তরে। শুধু মায়ের জন্যে ছুটেছিল রক্ত লাল !

Read More
বাংলা কবিতার আসর

অসুরের দূর্গে হানা দে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা। তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** মায়ের বুকে জ্বলেছে আগুন কিসের আশে! কেন আজ অপলক ব্যাকুল শ্বাসে? কেন রক্ত ঝরে ! কেন গুলি ছুড়ে বুকের মাঝে, কেন রক্তে লাল স্বাধীন বাংলার ভাঁজে ভাঁজে ? কোন অসুরের ছোবল জেগেছে হায়! হায় কেন চৌদিকে দেশদ্রোহীদের ছত্র ছায়ায়- পুড়ায়! আমার মা’কে পুড়ায়? কোথায় সেই

Read More
Free Blogs বাংলা কবিতার আসর

হে র্স্মাট প্রজন্ম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর। তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং *********************************** হে তারণ্য, হে দুর্বার, হে র্স্মাট দল! মুক্তির সন্ধানে চল রে তোরা চল। রক্তে কেনা মাটি এই সোনালী আকাশ, যে তোর পানে চেয়ে আছে অনিমেষ। প্রযুক্তি দিয়েছি তোরে আগামীর উদ্যান বিজয় পতাকা উড়িয়ে দে যুদ্ধের ময়দান। হে র্স্মাট প্রজন্ম! হে জ্ঞানদীপ্ত সেনাদল! নব উদ্যামে

Read More
Free Blogs বাংলা কবিতার আসর

দেশ প্রেমের শুন্যতায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর। তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং *********************************** হে স্বাধীনতা, পরাধীনতা আজিকায় দাও বিদায়, হে কান্ডারী, এই জাতি মুক্তি চায়, মুক্তি চায়। এত রক্ত দিয়েছে তবু ভুল করে, ভুল করে ঐতিহ্য মুছে দেয়, খুন করে -লুট করে-পুড়ে পুড়ে যে স্বাধীনতা ছিল রক্তের কালিতে লেখা মহাকাব্য সে পতাকায় দলে দলে পরাধীনতার গন্তব্য !

Read More
Free Blogs বাংলা কবিতার আসর

ব্যথিত করে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর। তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং *********************************** ওই যে ব্যঙ্গ বচন মাঠে ও ময়দানে, ভেবো না অন্তরে প্রেমিকা চুম্বি তোমারে; ভেবো না ডাকিছে কেহ পুলক শিহরণে; রিক্ত শুন্য প্রাণ ফুসিছে ক্ষোভের দহনে। ওই যে নোংরা অঙ্গ ভঙ্গি দম্ভ অহংকার; ধ্বংস আনিছে ডেকে বিদ্রোহী-রাজেস্বর। উত্তাল মিছিলে ভক্ত জন,বিদ্রোহী নয়নে; ছিঃ ছিঃ করিছে

Read More
Free Blogs বাংলা কবিতার আসর

বুকে ছুঁড়ছে গুলি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর। তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং *********************************** হায় রাষ্ট্রের কান্ডারী ! নেতৃত্ব হতে মুক্তি আনিতে গিয়া লাশ হয়ে এলো যে সন্তানের অনল গেল পুড়িয়া! এই জন্য কি স্বাধীন করেছিলে তুমি এই বঙ্গের ধূলি? দেশদ্রোহীরা আজো দামামা বাজায়ে বুকে ছুঁড়ছে গুলি। ————————————–

Read More
বাংলা কবিতার আসর

সু-সংবাদ

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। অবশ্যই আল্লাহ পরীক্ষা করিবেন তোমারে ক্ষণিক ভুবনে কখনো ভয়,কখনো ক্ষুধা কিংবা জান মালের ক্ষতি সাধনে। কত ফল- ফসলাদী বিনষ্ট্ হইবে স্বপ্নের প্রাচীর ভেঙ্গে তবু তুমি জয়ী হে মুমিন ! সাজ যদি হে সবরের রাঙে! এ এক সু-সংবাদ দিয়েছেন প্রভূ মুমিনের তরে যদি সম্মুখে এসে যায় বিপদের ঝান্ডা তবু যেন সবর

Read More