October 24, 2024
Village : Barun, Post : Barun Police Station : Kapasia District : Gazipur
WHO WE ARE

জাগরণী সংঘের কথা

পৃথিবীতে মানুষের চাহিদা সৃষ্টি লগ্ন থেকে ভাল মন্দ ভাগে বিভিক্ত হয়েছে। ভাল এর পাশাপাশি মন্দের চলা শুরু থেকেই মানুষের মধ্যে সামাজিক বন্ধনের সৃষ্টি। এই দ্বারাবাহিকতায় ১৯৭২সালে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের সবুজ শ্যামলে বর্ণিত বরুন গ্রামের যুবকদের নুতন উদ্যোগে গ্রামের মানুষের আর্থ-সামাজি উন্নয়নের লক্ষ্যে গঠিত হয় জাগরণী সংঘ,বরুন। প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের আর্থ-সামাজিক সহায়তায় নিবেদিত ছিল যা এখনও প্রবাহমান আছে। এই সংগঠনের ভূমিকায় প্রতিষ্ঠিত হয়ছে বরুন উচ্চ বিদ্যালয়, বরুন বাজার সহ অনেক রাস্তা-ঘাট যার ফল বর্তমানে গ্রামের মানুষ ভোগ করছেন। গ্রামের কাঁচা রাস্তাগুলোর নির্মাণ কিংবা মেরামতে এই সংগঠনের ভূমিকা ছিল প্রশংসনীয়। 

বর্তমানে বাংলাদেশ উন্নয়নের দ্বারাবাহিকতা এই সকল কাজে সংগঠনের ভূমিকা পরোক্ষ হয়ে গেলেও সদস্যগণের ভূমিকা সময় উপযোগী সিদ্ধান্তের ফলে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে সক্ষম হয়েছে। সময়ের দ্বারাবাহিকতায় প্রশাসনিক অগ্রতিতে সামাজিক শৃঙ্খলায় বজায়ে রাখতে বাংলাদেশ সক্ষম হওয়ায় সংগঠনের খুব বেশী শক্ত ভূমিকায় অবতীর্ণ হতে হয় না।  বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম নুতন ভূমিকায় অবতার হওয়া খুব জরুরী। যেহেতু সংগঠনটি তার নিজ ভুমিতে সুস্থ্যভাবে বেঁচে আছে তাই সংগঠনের সদস্যগণ বর্তমান সমাজ ব্যাধিগুলো নিরসনের নিমিত্তে নব কৌশলে কাজ করার প্রত্যয়ে নিমিজ্জিত। সামাজিক ব্যধিগুলো নিরসনের উদ্যোগে সংগের মুলমন্ত্র “শিক্ষা, শান্তি, প্রগতির” উপর ভিত্তি করে “পাপিকে নয় পাপকে ঘৃণা করি” মন্ত্রকে ব্যবহারের কৌশল অবলম্বন করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। বর্তমান সমাজের অন্যতম সমস্যা আসক্তি। বর্তমান সমাজের কিয়দাংশ বিভিন্ন বিষয়ে খুব বেশি আসক্ত, যা সমাজকে ধীরে ধীরে ধংসের দিকে নিমজ্জিত করছে পাশাপাশি নিজের শরীর ও মনমানসিকতার অবক্ষয়ে ভোগছেন। কোন কিছুতে আসক্ত নয় ভারসাম্য রক্ষার্থে আমাদের সকলের তরে সকলে সহযোগীতা করা একান্ত কাম্য। সংগঠনের শুরুতে অল্প কিছু যুবকের সমন্নয়ে গড়ে উঠেছিল অত্র মহোতি প্রতিষ্ঠানটি।  বর্তমানে এর সদস্য সংখ্যা বিশাল প্রায় ৮০০ এর কাছাকাছি। এত বিশাল সদস্য বিশিষ্টি সংগঠনে কার্যক্রম বিস্তার করা একটি দুরহ্ কর্ম বটে। তবুও সকলের উদ্যোগে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানের সদস্যগণ “সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে” মন্ত্রকে বক্ষে লালন করে এগিয়ে যাওয়ার বিশ্বাসে অগ্রগামী থাকলে সফলতা আমাদের নিশ্চিত। জাগরণী সংঘ, বরুন নতুন যুগের সার্বিক সুবিধাকে সামনে রেখে সময়েপযোগী সিদ্ধান্ত গ্রহণে আরও  প্রাণবন্ত হবে যার ফলে সংগঠনের উপর অত্র এলাকার জনগরের আস্থা নিশ্চিত করবে।

We Develop & Create Digital Future.

Nec nascetur mus vicideolor rhoncus augue quisque parturientet imperdet sit nisi tellus veni faucibus orcimperdietenatis nullam rhoncus curabitur monteante.

Development

69%

Success

88%

Finished Projects

58%

Meet Our Team

Nec nascetur mus vicideolor rhoncus augue quisque parturientet imperdet sit nisi tellus veni faucibus orcimperdietenatis.

সোহাগ দাস -

আজী -১২৭ সোহাগ দাস পিতার নাম  : শ্রী নিপ্র্রেন্দ্র দাস স্থায়ী  ঠিকানা

মোঃ আল আমিন -

সাধা – ৬৫৩ মোঃ আল আমিন পিতার নাম : মোঃ আবেদ আলী

মোঃ আরমান মোড়ল  -

সাধা – ৬৫২ মোঃ আরমান মোড়ল পিতার নাম : আঃ খালেক মোড়ল

আঃ ছালাম খান -

সাধা – ৬৫১ আঃ ছালাম খান পিতার নাম : মৃত আঃ আজিজ